রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়ামতপুরের কৃতি সন্তান মারুফ
শাকিল হোসেন নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কৃতি সন্তান মোঃ মারুফ হোসেন।
তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
মেধাবী মারুফের শৈশব কেটেছে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাতকুন্ডু গ্রামে।
তিনি মালঞ্চি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাস করেন। পরে তিনি ভর্তি হন শহীদ কামরুজ্জামান সরকারি কলেজ সেখান থেকে উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মারুফ
বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়।
রাকসু নির্বাচনকে সামনে রেখে মারুফ হোসেন সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।