নিয়ামতপুরে পূজা মন্ডপ পরিদর্শনে জনতার এমপি খ্যাত মোস্তাফিজুর রহমান
নিয়ামতপুর (নওগাঁ) নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছে।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছে মোস্তাফিজুর রহমান।
সেই সাথে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি শারদীয় উৎসবে নিরাপত্তা দিতে নিজ দলের প্রতিটি নেতাকর্মী পাশে থাকবে বলে সানাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। তাই এই শারদীয় উৎসবে কেউ যদি কোন রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তাহলে আমরা কঠোরভাবে তা দমন করব। আপনাদের উৎসব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি থাকবো।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছে। আমরা সেই লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি গ্রামে গ্রামে হাট বাজারে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা দলাদলি বিভেদ ভুলে গিয়ে দল থেকে যাকে মনোনীত করবে তার পক্ষ হয়ে ধানের শীষ প্রতীকে কাজ করবো ইনশাআল্লাহ।
