সাপাহারে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে জামায়াতে ইসলামীর এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জিরো পয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুলাই সনদ অনুযায়ী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুব আলম। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী মাঠে রয়েছে এবং জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।জুলাই সনদের ভিত্তিতে আগামীর নির্বাচন দিতে হবে।"
এ সময় বক্তব্য রাখেন ২ নং গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আতিকুর রহমান,৫নং পাতাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, ৩নং শিরন্টি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবৃদুল লতিফ মাস্টার,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদুর রহমান ও উপজেলা সেক্রেটারি প্রভাষক মাসুদ রানা।
বক্তারা তাদের ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।