লো ভ্যালু কন্টেন ওয়েবসাইট সমস্যার সমাধান | Google Adsense Low Value Content Problems Solved Bangla

লো ভ্যালু কন্টেন ওয়েবসাইট সমস্যার সমাধান | Google Adsense Low Value Content Problems Solved Bangla:


প্রথমে জেনে নেওয়া যাক লো ভ্যালু কন্টেন কাকে বলে:- 

গুগোল চাই তার প্রতিটি পাবলিশার লেখক নতুন নতুন কিছু আবিষ্কার করুক বা লেখকের যা মানুষের ভালো লাগবে বা কাজে লাগবে। কিন্তু? আপনি আমি যখন প্রয়োজনহীন লেখা যেমন কোন বই থেকে কপি করে লিখে দিচ্ছি বা অন্য কারো ওয়েবসাইট থেকে কপি করে লিখে দিচ্ছি বা দেখে দেখে কিছু লিখে দিচ্ছি তখন এটা অপ্রয়োজনীয় লেখা হিসেবে গুগোল গ্রহণ করে এবং তখন লো ভ্যালু কন্টেন দিয়ে দেওয়া হয় আপনার ওয়েবসাইটকে । 

লো ভ্যালু কন্টেন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:

১: ডোমেইন এর বয়স: 

অবশ্যই ডোমেইনের বয়স দুই মাস হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি এই সমস্যা দেখা দেয় মনে রাখবেন। এই সমস্যা দেখা দিলে মনিটাইজ পেতে একটু সমস্যা হয়। আরো দুই এক বার লো ভ্যালু কন্টেন সমস্যা আসতে পারে। তাই ওয়েবসাইট পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত মনিটাইজ এর জন্য এপ্লাই না করার ভালো। 

২: কত পোস্ট থাকতে হবে এবং কত শব্দের:
 
অবশ্যই সর্বনিম্ন ৩০টি পোস্ট করবেন কোয়ালিটি সম্পন্ন পোস্ট। আমার অভিজ্ঞতা হতে আপনার ওয়েবসাইটে যদি ডেইলি 50 থেকে 100 টি অর্গানিক ভিজিটর থাকে । তাহলে ৩৫০ শব্দ থেকে উপরে যত লেখবেন ততো ভালো হয় ।

৩: কি কি পেজ থাকা প্রয়োজন:

অবশ্যই ৬টি পেজ থাকা আবশ্যক

যথা:-
  • DMCA
  • Disclaimer
  • Privacy-Policy
  • Themes and Conditions বা Themes of Services
  • Contact us
  • About us
৪: ওয়েবসাইট কাস্টমাইজেশন:

ওয়েবসাইট কাস্টমাইজেশন এ অবশ্যই আপনার কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। 
যেমন: সব লিংক যেন কাজ করে যেগুলো হোমপেজে শো থাকবে । সকল social media icons লিংক যোগ করতে হবে । ওয়েবসাইটাকে সাদা মাটা রাখার চেষ্টা করবেন।

৫: সকল কপিরাইট পোস্ট ডিলিট করতে হবে। আর হ্যাঁ কপিরাইট পোষ্ট অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত না করাই ভালো । নিজে নিজে ৩০ টি পোস্ট লেখার চেষ্টা করুন সময় লাগে লাগুক । রাখবেন আপনার ডোমেইন এর বয়স পুরাতন হলে আপনার পোস্ট rank বেশি করবে ।

এই পাঁচটি বিষয় মাথায় রাখলে আশা করা যায় । আপনার ওয়েবসাইটটি পরবর্তী বার এপ্লাই করলে আর Low Value Content সমস্যা আসবে না । ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পোস্টটি পড়ার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url